মনস্তত্ব*

মস্তিস্কের হাজার হাজার মেমরির মধ্যে , শুধু একটা মেমরি থাকে যেটা মানুষকে এই মুহুর্তে পরিচালনা করে । মানুষের শরির কার্য পরিচালিত হয় ওই একটিভ মামরিকে ঘিরে । আমাদের মস্তিস্কের যে জায়গাগ অ্যাভাটার রাখা আছে সেখানে অ্যাভাটার ২ নারা দেবে ৪.৫ বিলিয়ান টাকা খরচ কোরে । প্রত্যেকের সেই ম্যামরি টুকু ফ্লিমটা দ্যাখা ছারাও বিভিন্ন শরির কার্জ করতে চাইবে আমারা সেই শরিরকার্জ গুলো ঠিক কোরে দিতে চাইব ।

যেমন: ওর একটা ক্যারেক্টারের মত ড্রেস পড়া (প্রিন্ট অন ডিমান্ড), ঘড়াটা ওই পরিবেশের মত সাজান (ইন্টেরিয়র), ওর একটা ক্যারেক্টারের মত আচরন (গেইম)।

................................................................................................................................................................................

বেশির ভাগ বিজ্ঞানির কথা আমরা বুঝি না, কিন্তু বেশির ভাগ ধর্ম গুরুর কথা আমরা বুঝি । যখন কোন বিজ্ঞানির কথা বুঝতে হয় তখন সেটা বুঝার জন্য অন্য জানা বিষয়ের সাথে তুলনা করে সেটা বুঝতে হয় । তুলনা করা থেকে জানা হোক আর ধর্ম গুরুর কথা হোক , এগুলো সবেই স্মৃতি (ম্যামরি ) । আর স্মৃতি মানেই ক্যামিক্যাল রিয়াকসন । বিজ্ঞানিক বিষয় জানা মানে একটা দীর্ঘ স্মৃতি, মানে একটা বড় রকমের ক্যামিক্যাল রিয়াকসন চোলছে মস্তিস্কের মধ্যে ।

বিশ্বাস মানে প্রথমে শুনে ভাল লাগে, বিশ্বাস মনে কোন কিছু খুজে পাওয়া যা মস্তিস্কে আগে ছিল না । ওই ভাল লাগা থেকে আরও আরও খোজা, খুজলে এক সময় তুলনা করতে হয় তুলনা করতে করতে এক সময় বিশেষ জ্ঞান হয় , এটাই বিজ্ঞান ।

অ্যাভাটর কিছু নতুন বিশ্বাস তৈরী করেছে সেগুলোকে মানুষ তার প্রত্যেকদিনের জীবনে পেতে চাইবে , এটা অনেকটা তীর্থে যাওয়ার আগে জপ মালা কেনার মত । আমরা ওই জপমালাটা বিক্রি কোরবো । আর ওই জপমালাটা তৈরী করতে এভাটর খরচ করেছে ৪.৫ বিরিয়ান ডলার ।

Last updated