রিটেইলার*

এদের ফান্ডেই ব্যাবসা চোলবে । চার ধরনের লোক আছে ১. বিক্রির রিস্ক নিবে না চলতি পন্যে অর্ডোর করে । ২. স্যাম্পল দেখে অর্ডার করে আবার টাকা দিতে চায় না । ৩. ভাল মাল দেখলে সাথে সাথে দেখে অর্ডার করে । ৪. বাকিতে পন্য দিবে সেল হোলে টাকা দিবে ।

১. রেজেস্ট্রেসন এর সময় টাকা নিব । প্রডাক্ট দিব ১২ মাস পড়ে ।

২. এই টাকাতে স্যাম্পল বানাব এবং সেই স্যাম্পল দেখিয়ে অর্ডার নিব । মোট টাকার চার ভাগের এক ভাগে অর্ডার নিব । প্রডাক্ট দিব ৬ মাস পড়ে ।

৩.পুরো টাকা দিলে প্রডাক্ট দিব ।যাবা আগে কিনবে তারা সেল আগে আরম্ব কোরতে পাড়বে ।

৪. বাকিতে নিবে । তাই এদরেকে দাম বাড়িয়ে বিক্রি কোরতে হবে । নগদে যার দাম হবে ১৫০ টাক এখানে তার দাম হবে ২০০ টাকা যেহেতু তারা বিক্রির পড়ে টাকা দিবে তাই পন্য মূন্য ও সামান্য কিছু লাভে তাদের পন্য দিয়ে দেব ।

এই ব্যাবসায়িরা একজন যদি অন্য জনের সাথে আলোচনা না করে মানে আমি যদি জনে জনে না বলি তাহলে দরুন ভাবে টাকা তুলতে পাড়র এবং আমাদের ক্যাস ফ্লো সুন্দরভাবে পরিচালিত হবে ।

Last updated